শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শিয়ালকোলে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী দিবস

শিয়ালকোলে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী দিবস

সিরাজগঞ্জের সদর উপজেলার ৪ নং  শিয়ালকোল ইউনিয়নে ৩১ তম  আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং এবং ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এবারের  প্রতিপাদ্য বিষয় ছিলো -“অর্ন্তরভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ” প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মানে উদ্ভাবনের ভূমিকা”।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারে, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আলোর প্রদীপ এবং সফল প্রতিবন্ধী অধিকার সংস্থার আয়োজনে   উক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার শেখ ফরিদ আহমেদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন,  আলোর প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থা শিয়ালকোল সিরাজগঞ্জের  সভাপতি মোঃ আলামিন সেখ। স্বাগত বক্তব্যে রাখেন সফল প্রতিবন্ধী অধিকার সংস্থা, সিরাজগঞ্জের সভাপতি মোছাঃ সম্পা খাতুন, নাজমুল হোসাইন ।

এসময়ে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সদস্য সানোয়ার হোসেন,  রুহুল আমীন সজল, আব্দুল মোন্নাফ, লিটন হোসেন, আব্দুস ছালাম, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য রেহানা পারভীন হেনা, তারা বানু, ফরিদা পারভীন সহ ইউনিয়ন আঃলীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, সুধিজন, গুনীজন, শিয়াকোল বাজার কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবি মানুষেরা উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: