শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক সিরাজগঞ্জ জেলায় -২০২১-২২ অর্থ বছরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত চেক বিতরণ আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ভীষণ দিয়েছেন ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধি বাংলাদেশ গড়ার জন্য নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন, এজন্য সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদরোধ, বাল্যবিয়ে বন্ধ করা সহ সকল ধরনের অপরাধ মূলক কর্মকান্ড বন্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
আগের তুলনায় মানুষের মাঝে হা হা কার কমেছে। নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলে হবে। সামাজিক শৃঙ্খলা রক্ষা করা বেশি দরকার, বৈষম্যতা বেড়ে গেলে তা হৃাস করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা সমাজকল্যাণ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বি,এম,এ) এর সভাপতি ডাঃ মোঃ জহুরুল হক রাজা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মতিয়ার রহমান, সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার মোঃ সোহেল রানা।

অনুষ্ঠানে বিভিন্ন এনজিও, সেবামুলক সংস্থা, ক্লাব সহ ৭২ টি সংগঠনের ১১ প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: