শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা

সিরাজগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা

“পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” – এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের ও নিবন্ধীত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহ, সিরাজগঞ্জের আয়োজনে শনিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে এক র‍্যালি প্রদর্শন করে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, স্বাগত বক্তব্যে রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মনিরুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মতিয়ার রহমান।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাশেদ হোসাইন। অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, জেলা সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, এনডিপির উপ-ব্যবস্থাপক শিপেন নাগ, প্রবীণ হিতৈষী সংঘ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আরশাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুলাল আল ফারুক, সদস্য আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম তাজ, সিঃ সিটিজেন সাধারণ সম্পাদক মোঃ আছির উদ্দিন মিলন, সিনিয়র সিটিজেন সদস্য রমজান আলী সরকার, আব্দুল লতিফ খান, সিরাজগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ এর মোঃ সাইদুল ইসলাম, এস,এম,এস,এস নির্বাহী পরিচালক আবু জাফর খান, আরডিও নির্বাহী পরিচালক মোছাঃ রেহানা খাতুন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা প্রবীণদের অধিকার, টেকসই উন্নয়ন, কল্যাণে ও সুরক্ষায় বিভিন্ন ধরনের কর্মকৌশল ও পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা করেছেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: