শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় বজ্রপাত নিয়ন্ত্রক যন্ত্র স্থাপন

উল্লাপাড়ায় বজ্রপাত নিয়ন্ত্রক যন্ত্র স্থাপন

বজ্রপাতে গত দু-বছরে অনেক প্রাণ হানির পর অবশেষে শনিবার বজ্রপাত নিয়ন্ত্রক যন্ত্র স্বাপন করা হয়েছে উল্লাপাড়ার প্রত্যান্তাঞ্চলের ঐতিহ্যবাহী কাসেম বিলে ও উধুনিয়ার পর্যটন কেন্দ্র নামে খ্যাতো চলনবিল সড়কে ।

ওই দুটি স্থানে শুকনো মৌসুমে যানবাহনে আর বর্ষা মৌসুমে নৌকায় করে এসে শত শত ভ্রমণ পিপাসুদের মিলনমেলা লাগে । তাদের জীবন রক্ষার সার্থে বজ্রপাত নিয়ন্ত্রক যন্ত্র বসানো হয়েছে । ওই যন্ত্র তার চতুর পার্শ্বের ৩০০ ফিটের মধ্যে বজ্রপাত হতে নিলে তা বাঁধাগ্রস্থ করবে । বজ্রপাতের সময় কোনো লোক ৩০০ ফিটের মধ্যে চলে আসলে তার জীবন রক্ষা পাবে ।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, প্রতি বছর বজ্রপাতে ব্যাপক মানুষের প্রাণহানির ঘটনায় দেশের সার্বিক পরিস্থিতির উপর বিচনা করে সরকার এই বজ্রপাত নিয়ন্ত্রক যন্ত্র বসানোর উদ্যোগ নেয় । তারই ধারাবাহিকতায় উল্লাপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ দুটি স্থানে ওই যন্ত্র দুটি বসানো হয়েছে । পর্যায়ক্রমে সারা উপজেলাতেই বসানো হবে । ওই যন্ত্র তার চতুর পার্শ্বের ৩০০ ফিটের মধ্যে বজ্রপাত হতে নিলে তা বাঁধাগ্রস্থ করবে । বজ্রপাতের সময় কোনো লোক ৩০০ ফিটের মধ্যে চলে আসলে তার জীবন রক্ষা পাবে ।

সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের মাঠে সেচঘরে বজ্রপাতে ৯ জন নিহত হয় ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: