রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চৌহালী সামাজিক সমস্যা নিরসনে ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

চৌহালী সামাজিক সমস্যা নিরসনে ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের চৌহালীতে যৌতুক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।চৌহালী উপজেলা হলরুমে ২ দিন ব্যাপী ৫০ জন করে মোট ১০০ জন জনপ্রতিনিধি, শিক্ষক,ইমাম,কাজী,পুরোহিত,সাংবাদিক ও অন্যান্য গন্যমান ব্যক্তির অংশগ্রহণে যৌতুক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালা উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় অর্থায়নে সচেতনতামূলক কর্মশালার শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার এর সভাপতিত্বে ও কালী কৃন্দ সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তার , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুর হক, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী , স্থল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ, আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম শিকদার সহ অন্যান্যরা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: