শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে আইসক্রিম কারখানা মালিককে অর্ধলাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জে আইসক্রিম কারখানা মালিককে অর্ধলাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে নোংরা পরিবেশে রং ও পঁচা ময়দা দিয়ে আইসক্রিম তৈরি করার দায়ে আইসক্রিম কারখানা মালিককে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ওই বাজারে অভিযান চালানো হয়। এ সময় নোংরা পরিবেশে রং ও পঁচা ময়দা দিয়ে আইসক্রিম তৈরির দায়ে ভাই ভাই আইসক্রিম কারখানার মালিককে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। এছাড়া একই সময় ডিসপ্লেতে দামের ট্যাগ না থাকায় মিনিস্টার ইলেক্ট্রনিক্সের শোরুমকে ১০ হাজার, শতরূপা ট্রেডার্সকে ৫ হাজার, ১৮৫ টাকার সয়াবিন তেল ২০০ টাকায় বিক্রি করায় সজিব স্টোরকে ৫ হাজার ও ক্রেেয়র ভাউচারসহ মূল্য তালিকা না রাখায় মামুন মুরগি ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: