শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে শেষ মহুর্তে আমন ধানের চারা বেচাকেনার ধুম

রায়গঞ্জে শেষ মহুর্তে আমন ধানের চারা বেচাকেনার ধুম

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নে এলাকার সচেতন কৃষকেরা প্রতিটি হাট বাজারে শেষ মহুর্তে আমন ধানের চারা বেচাকেনার ভীড় জমিয়েছে এবং দ্রুত গতিতে চালিয়েছে চারা রোপনের কাজ।

গত সোমবার সরেজমিনে এলাকা ঘুরে জানা যায় উপজেলার হাটপাঙ্গাসী, নলকা,ঘুড়কা,বর্মগাছা,চান্দাইকোনা, সোনাখাড়া সহ এলাকার কৃষকগন চারা রোপনের সময় শেষ হওয়ায় তাড়াহুড়ো করে চারা রোপণ কাজে ব্যাস্ত রয়েছে

এবং এবছর ধানের দাম ভালো পাওয়ায় এখানকার কৃষক এক ইঞ্চি জমিও পতিত রাখবে না বলে জানিয়েছে । পাঙ্গাসীর কৃষক হাবিজুল ইসলাম বলেন বৃষ্টির পর্যাপ্ত পানি না পেলেও আমরা স্যালো মেশিন চালিয়ে জমি তৈরী ও চারা রোপনের কাজ চালিয়ে যাবো এতে বন্যার পানি যদি না আসে তাহলে ধানের ভালো ফলন হবে এবং যদি প্রাকৃতিক দূর্যোক না হয় তাহলে এই এলাকার কৃষক অনেকটাই লাভবান হবে। এদিকে উপজেলা কৃষি অফিসার বলেন আমন চাষে আমরা কৃষকের পাশে থেকে সকল সুযোগ সুবিধা দিয়ে যাবো এবং যেকোন সময় কৃষকের কৃষি কাজে সাড়া দেবো।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: