শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চৌহালীতে নদী ভাঙ্গন ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

চৌহালীতে নদী ভাঙ্গন ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

সিরাজগঞ্জের চৌহালীতে নদী ভাঙন, দুস্থ ও বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্গম ঘোষিত চৌহালী উপজেলার অবহেলিত জনপদ চরাঞ্চলের খাষপুকুরিয়া ইউনিয়নের নদী ভাঙন ও বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করেছেন।

বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলা খাষপুকুরিয়া ইউপি কার্যালয়ে ইউএনও আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ও পিআইও মোহাম্মদ মজনু মিয়ার সঞ্চালনে নগদ অর্থ  বিতরণ করেন, আ.লীগের উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু৷ 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফ সরকার, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ৷

এদিকে প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া সাংবাদিকদের জানান, আগামী দু'একদিনের মধ্যে যমুনার পানি কমতে শুরু করবে আর স্থানীয় সাংসদ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক গ্রামবাসীদের নগদ অর্থ এবং বন্যার পানি সরে না যাওয়া পর্যন্ত গ্রামবাসীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। 

উল্লেখ্য: খাষপুকুরিয়া ইউপির নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ২৫০  জনের মধ্যে ৫০ জন পরিবারের মাঝে ৫০ হাজার করে টাকা ৷ 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: