রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

জেলা স্বেচ্ছাসেবকলীগের নাসিমের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা

জেলা স্বেচ্ছাসেবকলীগের নাসিমের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক অন্যতম প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র সাবেক স্বরাষ্ট্র , ডাক ও টেলিযোগাযোগ  গণপূর্ত গৃহায়ন, স্বাস্থ্যমন্ত্রী মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ জুন) বিকেল ৫ টায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা টিটো সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলামের সঞ্চলনায় মোহাম্মদ নাসিমের ২য় মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগন্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, কাজীপুর-১ আসনের আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় , সিরাজগঞ্জ ও পাবনা আসনের সাবেক সংযুক্ত আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম সপ্না, জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. কাজী সেলিনা পারভিন পান্না, সাবেক আইন সম্পাদক এ্যাড. কায়সার আহমেদ লিটন, সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম, জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল প্রমুখ। 

এই সময় বক্তৃতাগণ বলেন, আলহাজ্ব মোহাম্মদ নাসিম ছিলেন আমাদের জাতীয় নেতা। তার এই মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মী এখনো শূন্যতা মনে করেন। তার নেতৃত্ব ও উন্নয়ন সারা বাংলাদেশের মানুষ চিরদিন মনে রাখবে।

উল্লেখ্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন ও তাঁর বিদেহী আত্মার শান্তি প্রতি প্রার্থনা করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর