মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় হাটে কেনাবেচা হচ্ছে নতুন বোরো ধান

উল্লাপাড়ায় হাটে কেনাবেচা হচ্ছে নতুন বোরো ধান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুরোদমে বোরো (ইরি ) ধান কাটা শুরু হয়েছে ৷ এলাকার হাটগুলোয় নতুন ধান কেনাবেচা হচ্ছে ৷ খোঁজ নিয়ে জানা গেছে একেবারে শুকনো নয় এমন এক মণ নতুন ধান ৯০০ থেকে ৯৫০ টাকায় কেনাবেচা হচ্ছে ৷ সরকারি খাদ্য গুদামে বোরো ধানের চাল ক্রয় সংগ্রহ শুরু হয়েছে ৷

উল্লাপাড়া উপজেলার প্রায় সব এলাকাতেই মাঠে বোরো (ইরি) ধান কৃষকেরা আবাদ করেছেন ৷ সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে দশ হেক্টর বেশীসহ ৩০ হাজার ২শ ৪০ হেক্টর পরিমাণ জমিতে বোরো ধান আবাদ হয়েছে ৷ কৃষকরা বেশী হারে ফলনশীল উন্নত নানা জাতের ধান আবাদ করেছেন ৷ এবারে সব জাতের ধানের ভালো হারে ফলন মিলছে ৷ বিভিন্ন এলাকার কৃষকেরা ধান কাটার মজুরদের দাম মেটাতে হাটে নতুন এ ধান বেচছেন ৷

উপজেলার সলঙ্গা, বোয়ালিয়াসহ আরও কটি হাটে নতুন ধান কেনাবেচায় উঠছে ৷ বৃহস্পতিবার (১৯ মে) সলঙ্গা হাটে মোটা ধান মণপ্রতি ৯০০ থেকে ৯৫০ টাকা দরে কেনাবেচা হয়েছে বলে জানা গেছে ৷ এ ধান পুরোপুরি শুকনো নয় ৷ কৃষক ও ব্যবসায়ীদের কথায় এ ধান পুরোপুরি শুকানোর পর প্রতিমণ ১১০০ টাকার কিছু বেশী হবে ৷ কৃষক আজমত আলী বলেন, তিনি ধান কাটার মজুরদের দাম মেটাতে আবাদের আট মণ ধান ৯৫০ টাকা দরে বিক্রি করেছেন ৷

ধান ব্যবসায়ী আকবার আলী বলেন, তিনি মোটা জাতের ধান সর্বোচ্চ ৯৮০ টাকা মণ দরে কিনেছেন ৷ এ ধান তার এলাকার ধান চাতালে বিক্রি করবেন ৷আরেক ব্যবসায়ী মজনু মিয়া বলেন, এ হাটের ধান পাবনার মুলাডুলি, ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকার ধান চাতাল ও সাধারণ ব্যবসায়ীরা এসে কিনে নিয়ে যান ৷ এবারেও তারা নিচ্ছেন ৷

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম তালুকদার জানান, উল্লাপাড়ায় এবারের মৌসুমে চার হাজার চব্বিশ মেট্রিক টন ধান এবং তিন হাজার চারশো পাঁচ মেট্রিক টন চাউল ক্রয় সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৷ সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে ৷ প্রতি কেজি ধানের দাম ২৭ টাকা ৷ এছাড়া চাউল ক্রয় সংগ্রহে ৬৭ মিলারের সাথে চুক্তি করা হয়েছে ৷ প্রতি কেজি চাউলের দর চল্লিশ (৪০) টাকা ৷

প্রতিবেদককে তিনি আরও জানান গত ২৮ এপ্রিল জাতীয় পর্যায়ে ধান চাউলের ক্রয় সংগ্রহ উদ্বোধন হয়েছে ৷ চাউল ক্রয় সংগ্রহ শুরু হয়েছে বলে জানান ৷

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর