বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কাজিপুরে রক্ষা বাঁধের ধস ঠেকাতে উপজেলা চেয়ারম্যানের পরিদর্শন

কাজিপুরে রক্ষা বাঁধের ধস ঠেকাতে উপজেলা চেয়ারম্যানের পরিদর্শন

সম্প্রতি সময়ে কাজিপুরে যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙন শুরু হয়েছে। হুমকিতে পরেছে নাটুয়ারপাড়া রক্ষাবাঁধ সহ নাটুয়ারপাড়া হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ লাইন ও পাকা রাস্তা।

এলাকার বাইরেও ভাঙন আতঙ্কে দিনপার করছেন, খাসরাজবাড়ী, তেকানী, নাটুয়ারপাড়া, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুর নগর ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার পরিবার। ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নদী তীরবর্তী মানুষ। খবর পেয়ে ছুটে যান কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

এ সময়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হায়দার আলী,নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম সরকার সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাটুয়ারপাড়া রক্ষাবাঁধ ও নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে তিনি , দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পরামর্শ দেন এবং করনীয় নির্ধারনে পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: