শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের বেলকুচি থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ হারুন-অর-রশিদ (৩৭) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

আটক হারুন-অর-রশিদ বেলকুচি উপজেলার বয়রা মাছুম (বর্তমান নাকফাটা পশ্চিমপাড়া) গ্রামের নূর হোসেন সরকারের ছেলে। বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোর রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’ সদস্যরা বেলকুচির রান্ধুনীবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নাকফাটা পশ্চিমপাড়া এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ১ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়েছে।

পরবর্তীতে আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সকালে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: