শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কামারখন্দে চড়ক পূজায় বসেছে গ্রামীণ মেলা

কামারখন্দে চড়ক পূজায় বসেছে গ্রামীণ মেলা

সিরাজগঞ্জের কামারখন্দে বাংলা ও বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখে চড়ক পূজায় বসেছে গ্রামীণ মেলা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে চড়ক পূজায় বসে গ্রামীণ মেলা। 

উপজেলার জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে দেখা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ চড়কগাছে করে অনুষ্ঠিত হচ্ছে চড়ক পূজা। আর এই পূজাকে ঘিরে বিদ্যালয়ে পাশেই বসেছে গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন জায়গা থেকে আসা দোকানীরা বিভিন্ন পসরা সাজিয়ে রেখেছেন। এসব দোকানে ভীড় করছে অসংখ্য ক্রেতা। একদিকে পহেলা বৈশাখ অন্যদিকে চড়ক পূজা ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের ষাটোর্ধ শাহজাহান আলী জানান, পহেলা বৈশাখ ও সনাতন ধর্মাবলম্বীদের চড়ক পূজা উপলক্ষে এই এলাকায় গ্রামীণ মেলা বসে। ছোট বেলা থেকেই এই মেলায় আসি। এবারও নাতি-নাতনীদের সঙ্গে নিয়ে মেলায় এসেছি। খুব আনন্দ লাগছে।

কামারখন্দ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত কুমার দাস জানান, পহেলা বৈশাখে প্রতি বছর চড়ক পূজা হয়ে থাকে। পহেলা বৈশাখ ও পূজায় প্রত্যেক বাড়ীতে আত্মীয় স্বজনদের পদচারনায় মিলন মেলায় পরিনত হয়। পহেলা বৈশাখ ও চড়ক পূজা ঘিরে গ্রামীণ মেলায় হাজারো ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: