শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্লাসে ঢুকে স্কুলছাত্রকে হাতুড়িপেটা!

ক্লাসে ঢুকে স্কুলছাত্রকে হাতুড়িপেটা!

সিরাজগঞ্জের কামারখন্দে শ্রেণিকক্ষে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রকে হাতুড়িপেটা করেছে কয়েকজন তরুণ।  বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হাতুড়ি পেটায় আহত স্কুলছাত্র রিফাত (১৫) ওই বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। সে চৌবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

আহত রিফাত বলে, দুপুরের দিকে অংক ক্লাসের পর রসায়ন ক্লাসের প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় হঠাৎ করে চৌবাড়ী গ্রামের হাবিব, মধু, আরিফ, আফজাল ও আশিকসহ কয়েকজন ক্লাসে ঢুকে পড়েন। হাবিব ও মধুর নির্দেশে অন্যরা আমাকে হাতুড়ি দিয়ে পেটানোর পর পালিয়ে যান। পরে অন্যান্য শিক্ষার্থীদের সহায়তায় আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছি।  

চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার দাস জানান, ক্লাসে ঢুকে কয়েক তরুণ রিফাতকে পিটিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।  

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হাবিব বলেন, শিক্ষার্থীর ওপর হামলা করার ব্যাপারে আমি কিছু জানি না। আমি ঘটনার সময় টাঙ্গাইলে ছিলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা জানান, ক্লাসে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়িপেটা করার বিষয়টি শুনেছি। ওই শিক্ষার্থীর পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তাছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকেও এ ব্যাপরে ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর