রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের চরাঞ্চলে সূর্যমুখী ফুলের বাণিজ্যিক চাষাবাদ

সিরাজগঞ্জের চরাঞ্চলে সূর্যমুখী ফুলের বাণিজ্যিক চাষাবাদ

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে এখনও অনেকে জানে না সূর্যমুখী ফুল হতে তেলসহ নানাবিধ উপকরণ তৈরি করা হয়। অনেকের ধারণা বাড়ির উঠানে শোভাবর্ধনের জন্য সুর্যমুখী ফুল লাগানো হয়। চলতি মৌসুমে চৌহালী উপজেলার যমুনা চরাঞ্চলে সেই সুর্যমুখী ফুলের বাণিজ্যিক ভাবে চাষাবাদ শুরু করা হয়েছে।

২০২১-২২ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলার খাষকাউলিয়া ও উমারপুর  ইউনিয়নের বাদামের চরে প্রদর্শনী প্লোটের মাধ্যেমে সুর্যমুখী ফুলের চাষাবাদ করা হয়। ফলনও হয়েছে ভাল। 

কৃষক সামাদ হোসেন জানান, উপসহকারি কৃষি কর্মকর্তা ছানোয়ার হোসেন ও মোহাম্মদ আলীর  সার্বিক সহযোগিতায় একবিঘা জমিতে হাইসান-৩৩ জাতের সূর্যমুখী ফুল চাষ করেছে। একবিঘা জমিতে তার খরচ হয়েছে ১০ হাজার টাকা। আগামী এক-দুই সপ্তাহের মধ্যে ফলন ঘরে তোলা যাবে। তবে এর বাজার দর সম্পর্কে ধারণা নেই কৃষক ছামাদ হোসেনের। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ জানান, বাণিজ্যিক ভাবে সবে মাত্র চাষাবাদ শুরু হয়েছে। আশা করছি দিন দিন এর চাষাবাদ বৃদ্ধি পাবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: