রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে প্রথম চৌহালীর রিদওয়ান

৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে প্রথম চৌহালীর রিদওয়ান

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিষয়ক প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে প্রথম হয়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রিদওয়ান আহমাদ। রিদওয়ান চৌহালী উপজেলার রেহাই কাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। তার মা ওই স্কুলের সহকারী শিক্ষিকা রহিমা ও বাবা উপজেলা আওয়ামী যুবলীগের নেতা মাহমুদুল ইসলাম। তাদের বাড়ি উপজেরার ঘোড়জান ইউনিয়নের খাষ ধলাই গ্রামে।

৬ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপপরিচালক আবুল কালাম আজাদ তার হাতে সনদ তুলে দেন। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান রিদওয়ানের মা রহিমা। জানা যায়, রাজশাহী বিভাগের মধ্যে একমাত্র দুর্গম উপজেলা চৌহালীর স্কুল ছাত্র রিদওয়ান। সে সাড়ে ৩ বছর বয়সে টেলিভিশনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে নিজে নিজে বলার চেষ্টা করে। পরে ভাষনের প্রতি তার আগ্রহ দেখে বাবা মায়ের প্রায় এক বছর চেষ্টার পর সে পুরো ভাষন মুখস্ত করে।

২০১৬ সালের বিজয় দিবসের অনুষ্ঠানে রিদওয়ান মঞ্চে প্রথম বঙ্গবন্ধুর ভাষন দেয়। অবিকল সেই ভাষনের মত করে তার মুখ ও হাত নারিয়ে বক্তব্য দেয়াকে সবাই প্রশংসা করে। পরে তৎকালীন ইউএনও আবু তাহিরের অনুপ্রেরণায় রিদওয়ান বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ২২ মিনিটের ভাষন ঠোটস্থ করে ফেলে। পরবর্তীতে বিভিন্ন সময় উপজেলা ও জেলা পর্যায়ের ভাষন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। সর্বশেষ রাজশাহী বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধুর ভাষণ বিষয়ক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগের মধ্যে প্রথম হয় রিদওয়ান আহমদ।

এবিষয়ে রিদওয়ানের বাবা মাহমুদুল ইসলাম বলেন, আমার ছেলে ৪ বছর বয়সে বঙ্গবন্ধুর ৭ মার্চের পুরো ভাষন মুখস্ত বাংলায় বলেছে। এখন সেই ঐতিহাসিক ২২ মিনিটের এই বক্তব্যটি ইংরেজীতেও বলতে পারে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে রিদওয়ান যেন আইন পেশায় পড়াশোনা করে দেশও জাতির খেতমত করতে পারে। এছাড়া প্রধানমন্ত্রীর কোন অনুষ্ঠানে যেন রেদওয়ানকে বক্তব্যটি দেয়ার সুযোগ দেয়া হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর