শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সেই পঙ্গু মায়ের দায়িত্ব নিলেন: এমপি মমিন মণ্ডল

সেই পঙ্গু মায়ের দায়িত্ব নিলেন: এমপি মমিন মণ্ডল

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সেই পঙ্গু বৃদ্ধা মোরশেদা খানম পিংকুলকে (৬০) এবার সহযোগীতার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল। উপজেলা আওয়ামী লীগের মাধ্যমে তিনি ওই বৃদ্ধার খোঁজ-খবর নিয়েছেন। আগামী ২০ জানুয়ারি এমপি মমিন মণ্ডল নিজে এসে বৃদ্ধাকে প্রয়োজনীয় সহযোগীতা করবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন আহমেদ।  

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলের দিকে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে তাজ উদ্দিন আহমেদ বলেন, মোরশেদা খানম পিংকুলের কথা আমরা আগেই জানতাম। তবে তিনি এতটা অসুস্থ অবস্থায় ঝুপড়িতে বাস করছেন এ বিষয়টি জানা ছিল না। গণমাধ্যমে সংবাদ হওয়ায় স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টিগোচর হয়েছে। এমপি এখন ঢাকায় আছেন। ২০ তারিখে এসেই তিনি ওই বৃদ্ধাকে সহযোগিতা করবেন।  

এর আগে ওই বৃদ্ধার সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।  

প্রসঙ্গত, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের চর জাজুরিয়া গ্রামে মোরশেদা খানম পিংকুল এক সময় ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন। এছাড়াও আনসার ভিডিপির দলপতির দায়িত্বও পালন করেছেন। যমুনা ভাঙনে সব খোয়ানো সেই মোরশেদার একমাত্র ছেলে হাউজিং ইলেকট্রিক ঠিকাদার সুহাদ হোসেন খান ঢাকার ফার্মগেইট এলাকায় একটি ফ্লাটে বসবাস করলেও দীর্ঘ ৮ বছর ধরে বৃদ্ধা মায়ের কোন খোঁজ-খবর নেন না। শোকে ও দুঃখে অন্ধ ও পঙ্গু হয়ে মোরশেদা চর জাজুয়রিয়া গ্রামের মৃত মুন্না খান নামে এক ব্যক্তির বাড়িতে ঝুপড়ি ঘরে বসবাস করছেন। অসহায় ও অভাবী ওই পরিবারই তার ভরণপোষণ করছে।  

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে ওই বৃদ্ধাকে নিয়ে বাংলানিউজ, ‘ছেলে থাকেন অট্টালিকায়, পঙ্গু মা ঝুপড়িতে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর