শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, জাতীয় ও ছাত্রলীগের পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালন, বর্ণাঢ্য র‌্যালী, কেক কর্তন ও আলোচনা সভা। ধানগড়া দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মঙ্গলবার বিকাল ৫ টায় রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ জহুরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আবদুল আজিজ। ধানগড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুল হাদি আলমাজি জিন্নাহ, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রেজাউল করিম তালুকদার, মোঃ সাইদুল ইসলাম চাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ উদ্দিন খান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফ মাহমুদ মিঞা, সাবেক সভাপতি ও ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শোভন সরকার।

বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা ফরহাদ সরকার, আবুল কালাম আজাদ, রবিন সরকার, সৌয়েব আক্তার, মোঃ নাসিম, সাদ্দাম হোসেন প্রমূখ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: