শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়নের দাবিতে সমাবেশ

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়নের দাবিতে সমাবেশ

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন ও ঘোষনার দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে শহরের বাজার স্টেশন এলাকায় বিজয় স্তম্ভ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধারা এ সমাবেশ করেন।ওই কমিটির উদ্যোগে, বীর মুক্তিযোদ্ধা ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপত্বি ইসহাক আলীর সভাপতিত্বে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন ও ঘোষণার দাবীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব আলী সরকার, গাজী সফিকুল ইসলাম সফি, গাজী আমিনুল হক, সাবেক ডেপুটি কমান্ডার আশরাফুল ইসলাম, সাবেক কমান্ডার গাজী ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাস, গাজী আবদুল হাই তালুকদার, গাজী ফিরোজ ভূইয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি মামুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বর্তমানে সরকার মুক্তিযোদ্ধাদের যে সুযোগ-সুবিধা দিচ্ছে তা পর্যাপ্ত নয়। মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানা এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রানিত করতে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবী জানানো হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: