শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে উন্নত প্রযুক্তিতে মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ

সিরাজগঞ্জে উন্নত প্রযুক্তিতে মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ

‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ এই শ্লোগান সামনে রেখে, ২০২১-২২ অর্থবছরের রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত প্রযুক্তিতে দু’দিন ব্যাপি মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু করা য়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে- মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে সদর উপজেলা মৎস্য প্রশিক্ষণ কাম-কমিউনিটি সেন্টারে প্রথম দিন অন্ষ্ঠুানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. সাহেদ আলী। প্রশিক্ষণ অন্ষ্ঠুানে প্রশিক্ষক হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন ও সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদরের ক্ষেত্র সহকারী, অফিস সহকারী এবং সদর উপজেলার প্রশিক্ষণার্থী মৎস্যচাষিগণ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: