রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় চোরের খোঁজে বাটি চালান

উল্লাপাড়ায় চোরের খোঁজে বাটি চালান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় টাকা চোর খুঁজে বের করতে বাটি চালান দেওয়া হয়েছিল। তবে ক’দফা বাটি চালান দিলেও টাকা চোরকে খুঁজে বের করতে পারেনি। উপজেলার বাখুয়া ডাক্তারপাড়ার বসতি আবুল কাশেমের বসত ঘর থেকে ক’দফায় মোট ৯ হাজার ৭শ ১০ টাকা চুরি হয়ে যায় বলে জানা যায়। তিনি টাকা চোরের খোঁজ বের করতে ২৫ অক্টোবর সোমবার রাত আটটার দিকে বাটি চালান দেওয়ান। বাটি চালান বলতে একটি কাঁসার বাটিতে একটি গাছের শেকড় রেখে দেওয়া ও বাটিতে একজনের হাত রাখার পর তা এগুতে থাকে।

সরেজমিনে উপস্থিত থেকে দেখা গেছে, আবুল কাশেমের বসত বাড়ি থেকে পর পর তিনদফা বাটি চালান দেওয়া হয়। একই পাড়ার বসতি প্রায় আঠারো বছর বয়সী ইউনুছ আলী বাটিতে হাত রাখে। প্রতিবারই বাটিটি মিনিট দশেক সময় বসতবাড়ির উঠোন আঙিনা ঘুরে সড়কে চলতে থাকে। তবে টাকা চোরকে খুঁজে বের করতে পারেনি। বাটি চালান দেওয়া কালে এলাকার বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলাসহ শিশু কিশোরেরা তা আগ্রহ নিয়ে দেখতে থাকে। উল্লাপাড়া সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান বলেন, গ্রামীণ বসতি অনেকেই বিজ্ঞানের অগ্রযাত্রার মাঝেও কুসংস্কার আর আত্নবিশ্বাসী হয়ে এসবে বিশ্বাস করেন। তিনি আশাবাদী এক সময় সবাই এসব কুসংস্কারে আর বিশ্বাসী হবেন না।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: