রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে মা ইলিশ ধরার দায়ে ২০ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জে মা ইলিশ ধরার দায়ে ২০ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জের যমুনা নদীতে পৃথক অভিযানে মা ইলিশ ধরার দায়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রে মো. আনিসুর রহমানের নেতেত্বে মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত যেমুনা নদীর চরবেল, চৗহালী উপজেলার ধুবুলিয়া ও বাউসা পয়েন্টে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১১ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

গতকাল বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। এদিকে একই সময়  সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস, এম রবিন নেতৃত্বে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে কারেন্ট জালসহ ১১ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। কারাদন্ডপ্রাপ্ত জেলেরা একই এলাকার অধিবাসী। এছাড়া এ অভিযানে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধংস করা হয় এবং জব্দ হওয়া মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: