সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

কামারখন্দে পুকুরে বিষ প্রয়োগে সাড়ে ৩ লাখ টাকার মাছ নিধন

কামারখন্দে পুকুরে বিষ প্রয়োগে সাড়ে ৩ লাখ টাকার মাছ নিধন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় পুকুরে (গ্যাস ট্যাবলেট) বিষ প্রয়োগ করে প্রায় সাড়ে ৩ লাখ টাকার দেশিয় মাছ মরে ভেসে উঠেছে। বৃহস্পতিবার রাতে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নগরপাড়া এলাকায় আব্দুল মালেক শেখের পুকুরে এ ঘটনা ঘটে। পুকুরের মালিক মো. আব্দুল মালেক শেখ (৫০) বিষয়টি নিশ্চিত করে বলেন, গভীর রাতে গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দুপুর ১২ টায় কামারখন্দ থানায় আল আমিনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছে বলে তিনি জানায়।

তিনি আরও জানান, ভদ্রঘাটের মতি খাঁ এর ছেলে আল আমিনকে গত বছর পুকুরে মাছের ব্যবসায় পার্টনার হিসেবে নিয়েছিলাম এবার পার্টনার হিসেবে না নেওয়ায় ৫/৭ মাস আগে থেকে বিভিন্নভাবে হুমকি দিতেন। আব্দুল মালেক বলেন, প্রায় ৩ বিঘা জায়গার উপর পুকুরে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে রুই, কাতল, সিলভার, তেলাপিয়া, পুঁটিসহ দেশিয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এর মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠেছে। এর মাঝে দুই বার মাছ বিক্রয়ও করেছি। ১নং ওয়ার্ডের ইউপি মেম্বর সাইদুর রহমান খাঁন বলেন, পুকুরে গিয়ে ছিলাম। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই ধরনের ঘটনার সাথে জরিত তাদের শাস্তি হওয়া উচিত। কামারখন্দ থানার উপপরিদর্শক (এস আই) শাহ আমল বলেন, অভিযোগ পেয়েছি। পরবর্তীতে প্রমাণ সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর