রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে “মা ইলিশ” ধরার অপরাধে ২ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জে “মা ইলিশ” ধরার অপরাধে ২ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জ সদরে যমুনানদীতে নিষেজ্ঞা উপেক্ষা করে “মা ইলিশ” ধরার অপরাধে ২ জেলেকে কারাদণ্ড ও শহরের এক মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার ( ৮ অক্টোবর) বিকেল ৪টা হতে রাত ৯ টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্যকর্মকর্তা আনোয়ার হােসেনের নেতৃত্বে যমুনানদীর সদর অংশে পরিচালিত অভিযান চালিয়ে ২ জন জেলেকে ৩ কেজি ইলিশমাছ সহ ২৩,০০০ মিটার অবৈধ জাল আটক করা হয় পরে তাদের মোবাইল কোর্টে বসিয়ে ২ জনকে ১০দিনের কারাদণ্ড দেয়া হয়।

সকালে শহরে বড়বাজারের এক মাছ ব্যবসায়ীর কাছ হতে ৩ কেজি ইলিশমাছ পাওয়ায় তাকে ৫’হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত, আটককৃত জেলেদের মোবাইল কোর্টে বিনাশ্রম ১০ দিনের কারাদণ্ড দেন এবং মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন, সিরাজগঞ্জ সদরের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম রবিন শীষ। আটক ইলিশ মাছ এতিম খানায় বিতরণ করা হয়। এবং জালপুড়ে ধ্বংস করা হয়। এসময় সিরাজগঞ্জ নৌ-পুলিশঅফিসার ইনচার্জ মোঃ দেলোয়ারহোসন সহ অন্যান্যসদস্যবৃন্দ এবং সিনিয়র মৎস্য দপ্তর সদরের সহকারি মৎস্য র্কমকর্তা মোঃ আমজাদ হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: