বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে, কমেনি শীতের তীব্রতা

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে, কমেনি শীতের তীব্রতা

সংগৃহীত

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল মঙ্গলবারের (৬ জানুয়ারি) তুলনায় এক ডিগ্রি বেশি।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস বইছে। এ কারণে তীব্র শীতের অনুভূতি এখনো পুরোপুরি কমেনি।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) তাপমাত্রা নেমে এসেছিল মৌসুমের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াসে। এতে শীতপ্রবণ অঞ্চলে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। যদিও আজ বুধবার সকাল ৯টার দিকেও সূর্যের দেখা মেলেনি। বাতাসের গতিও ছিল তুলনামূলকভাবে মৃদু।

এদিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশাও পুরোপুরি কাটেনি। সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ছিল সীমিত। শীতের এমন পরিস্থিতিতে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত সমস্যাও আগের মতোই বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা এক ডিগ্রি বেড়েছে। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আজকের সর্বোচ্চ তাপমাত্রা বিকেল তিনটায় জানা যাবে বলে তিনি জানান।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: