শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বেলকুচিতে বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে সুইট বাংলাদেশের উপহার সামগ্রী

বেলকুচিতে বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে সুইট বাংলাদেশের উপহার সামগ্রী

সিরাজগঞ্জ বেলকুচির দৌলতপুরে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের একশত (১০০) জন ছাত্র ছাত্রীদের মাঝে সুইট বাংলাদেশের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরন করেন। আমাদের সমাজে প্রতিবন্ধীরা সমাজের বোঝা হয়ে যেনো না থাকতে হয় সে জন্য সরকারের পাশাপাশি সুইট বাংলাদেশ প্রতিবন্ধীদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে। দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি সুইট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম -মহাসচিব ইমেলেদা হোসেন দীপা বলেন আমরা সমাজের সকল প্রতিবন্ধী শিশুদের জন্য কাজ করছি, বুদ্ধি প্রতিবন্ধী শিশু সমাজের বোঝা নয়, সঠিক পরিচর্যার মাধ্যমে তাদের গড়ে তুলতে হবে, সেজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফারুক সরকার, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী আমিরুল হক, সিরাজগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতা মামুন, অপু, বিবেক, সিহাব। আরো উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ এবং অভিভাবকগণ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: