রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কাজিপুরে বিধিনিষেধ না মানায় ১৭ জনের সাজা

কাজিপুরে বিধিনিষেধ না মানায় ১৭ জনের সাজা

সরকারি বিধি নিষেধ না মানার দায়ে সিরাজগঞ্জের কাজীপুরে ১৭জনকে বিভিন্ন অঙ্কে মোট ১১হাজার ৭০০টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার মেঘাই, মেঘাই নৌবন্দর এলাকা, ছালাভরা বাজার, শিমুলদাইড় বাজার, সোনামুখী, মাথাইলচাপড়, আলমপুর চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন কাজীপুরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম। তাকে সহযোগিতা করেন সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম জানান, সরকারি বিধিনিষেধ না মানা, মাস্ক না পড়া, জনসমাগম করা, দোকানপাট খোলা রাখা, অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করার দায়ে তাদেরকে অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: