শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে করোনা রোগীর বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন

সিরাজগঞ্জে করোনা রোগীর বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার হটলাইনে কল করলেই করোনা রোগীর বাড়িতে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন ভর্তি সিলিন্ডর। পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী শুক্রবার দুপুরের দিকে এ জরুরি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, মামাতো বোন বিশিষ্ট সমাজসেবক দীবা কাদেরের সহযোগিতায় আই,ডব্লইউ,সি অফ গুলশান ক্লাবের সৌজন্যে এ পৌরসভায় এখন ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ সেবার কাজ চালু করা হয়েছে।

এ সেবায় পৌর এলাকার করোনা ও জটিলরোগে আক্রান্ত রোগীর বাড়িতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃকর্মীদের সমন্বয়ে গঠিত টিম এ অক্সিজেন ভর্তি সিলিন্ডার দ্রুত পৌঁছে দিবে। এতে শাহজাদপুর পৌর এলাকার শত শত করোনা ও জটিল রোগী প্রাণে রক্ষা পাবে। দীবা কাদেরের সহযোগিতায় ওই ক্লাবের সৌজন্যে পৌর এলাকার সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শিগগিরই বিভিন্ন জাতের ৭০০ চারা গাছ রোপন করা হবে।

এ সময় পৌর প্যানেল মেয়র ১ তৌহিদুর রহমান এ্যাপোলো, পৌর কাউন্সিলর আসাব আলী, কাউন্সিলর নাজমুল হোসেন, কাউন্সিলর আবু শামীম সূর্য্য, কাউন্সিলর আফসার আলী, আওয়ামী লীগ নেতা কেএম হাবিবুল হক সাব্বির, যুবলীগ নেতা শেখ জনি, সেচ্ছাসেবকলীগ নেতা আল আমীন হোসেন, ছাত্রলীগ নেতা রাসেল শেখ, সীমান্ত লোদী ও রাকিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: