শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

তাড়াশে চাল ও নগদ টাকা পেল ২২৪৪ জন দরিদ্র ও দুঃস্থ পরিবার

তাড়াশে চাল ও নগদ টাকা পেল ২২৪৪ জন দরিদ্র ও দুঃস্থ পরিবার

সিরাজগঞ্জের তাড়াশে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ভিজিএফ ও ত্রাণ (নগদ) কর্মসুচির আওতায় দুই হাজার ২শত ৪৪ দরিদ্র ও দুঃস্থ পরিবার পেল ১০কেজি করে চাল ও নগদ ৫শত টাকা।

শনিবার (১৭ জুলাই) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফ ও ত্রাণ (নগদ) কর্মসুচির আওতায় ভিজিএফের ১০ কেজি করে চাল ও জিআর বরাদ্দের নগদ ৫শত টাকা করে বিতরণ করা হয়।

মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল জানান, মাগুড়া ইউনিয়নে ভিজিএফের বরাদ্দকৃত ১ হাজার ৪শত ৯৪টি পরিবারের মাঝে নগদ ১০কেজি করে চাল ও জিআর বরাদ্দের ৭৫০ পরিবারকে ৫০০ টাকা বিতরণ করা হয়। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে প্রতি পরিবারকে এ সহায়তা দেয়া হয় বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ট্যাগ) মো: মাহমুদুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, আলতাব আলী, জয়নব বেগম, ইসমাইল হোসেন ও ইউপি সচিব মো. শরিফুল ইসলামসহ আরো অনেকেই।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: