শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কাজিপুরে করোনা মোকাবেলায় যুবলীগের উদ্যোগ প্রশংসিত

কাজিপুরে করোনা মোকাবেলায় যুবলীগের উদ্যোগ প্রশংসিত

কাজিপুরে চলমান করোনা দুর্যোগ মোকাবেলায় করোনাক্রান্তদের বাড়িতে খাবার ও চিকিৎসার জন্য নগদ অর্থ নিশ্চিত করতে উপজেলা যুবলীগ কর্তৃক গৃহীত স্বেচ্ছাসেবা কার্যক্রম সচেতন মহলসহ সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।

উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার ও সাধারণ সম্পাদক আলী আসলাম জানান, সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়ের সহায়তায় গত ৫ জুলাই থেকে সংগঠনের নেতাকর্মীরা সতস্ফুর্তভাবে মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, ফলমুল, লেবু, পর্যাপ্ত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং চিকিৎসা ব্যায় হিসেবে নগদ অর্থ করোনায় আক্রান্তদের বাড়িতে পৌঁছে দিচ্ছে।

যুবলীগের এই উদ্যোগ স্বাগত জানিয়ে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের সাধ্যবাণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে যুবলীগের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জানান।

শুভগাছা ইউনিয়নের বাসিন্দা ও শিক্ষক আমিনুল ইসলাম বলেন, যুবলীগের উদ্যোগ অসহায় হতদরিদ্র পরিবারের জন্য অনন্য দৃষ্টান্ত।

চরাঞ্চলের কৃষক আব্দুল হালিম যুবলীগের নেতাকর্মীদের দীর্ঘায়ু কামনা করেন এবং প্রয়াত জননেতা মোহাম্মাদ নাসিমের কাজিপুরের জনসাধারণের জীবন রক্ষায় এই উদ্যোগ মহৎ বলে দাবি করেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: