শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

তাড়াশে শিক্ষকের মানবতা ভোজনালয়

তাড়াশে শিক্ষকের মানবতা ভোজনালয়

সিরাজগঞ্জের তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিজ উদ্দ্যেগে গড়ে তুলেছেন অসহায়, দুস্থ মানুষের জন্য “মানবতা ভোজনালয়” নামে একবেলা মুখে খাবার তুলে দেয়ার প্রতিষ্ঠান।

শনিবার (১০ জুলাই) সকালে উপজেলার হাসপাতাল গেট সংলগ্ন গিয়ে দেখা যায়, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুস সালাম সম্পুর্ন নিজস্ব অর্থায়নে সিয়াম,সিফাত ও সাইফ মানবতা ভোজনালয় সেচ্চাসেবী সংগঠন গড়ে তুলেছেন।

তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, আমার পরিকল্পনা হলো যারা দুপুরে টাকা অভাবে খেতে পারছেন না। তারা একবেলা বিনামুল্যে খাবেন। আবার অসহায়, দরিদ্র মানুষ রয়েছেন তাদের জন্য আমার মানবতা ভোজনালয়ে খাবেন। প্রতিদিন ৮০ থেকে ১শত মানুষ দুপুরে খাবার খাচ্ছেন। 

তিনি আরো জানান, আমার অবর্তমানে আমার পরিবারের সদস্যরা এ মানবতা ভোজনালয় চালিয়ে যাবেন। এখন লগডাউনের মধ্যে প্রতিদিন খাওয়ানো হবে। পরে সপ্তাহে শুক্রবার খাওয়ানো হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: