রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে অবৈধ চায়না জাল জব্দ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জে অবৈধ চায়না জাল জব্দ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জের পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ২৫১ পিস অবৈধ চায়না দোয়ারসহ ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ও মঙ্গলবার স্থানীয় মৎস্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা যমুনা নদীর চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ও খাসকাউলিা এলাকায় অভিযান চালায়।

এ সময় অসৎ জেলেদের কাছ থেকে ৬৭ পিস চায়না দোয়ার ও ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ অভিযানে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, নৌ পুলিশের ওসি আমিনুল ইসলাম ও মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার বিকেলে শাহজাদপুর পৌরসভার সামনে থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন ১৮৪ পিস চায়না জাল জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এনায়েতপুরের ইয়ামিমকে (২৬) ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং এসব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: