শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে চলছে ষষ্ঠ দিনের লকডাউন

সিরাজগঞ্জে চলছে ষষ্ঠ দিনের লকডাউন

করোনা ভাইরাস সংক্রমন রোধে সারাদেশের সাথে সিরাজগঞ্জে ষষ্ঠ দিনের মত চলছে কঠোর লকডাউন। সরকারি আদেশ অমান্য করে অপ্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। 

মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১০ টা ৩০ মিনিট থেকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক নাজমুল চত্বর এলাকায় চলাফেলা করা জন সাধারন মানুষ জনকে জিজ্ঞাসা করছে সেনাবাহিনী।

শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ রয়েছে। রিক্সা চলাচল করলেও বন্ধ রয়েছে সিএনজি চালিত অটোরিক্সা চলাচল। বিধিনিষেধ অমান্য করে জনসাধারনের বাইরে বের হওয়া আটকাতে ভ্রাম্যমান আদালত ও সেনাবাহিনী টহল অব্যাহত রয়েছে। ভ্রাম্যমান আদালত জনসমাগম এড়াতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

এদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পণ্যবাহি ট্রাকের পাশাপাশি কিছু ব্যাক্তিগত যানবাহনও চলতে দেখা গেছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: