বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

তাড়াশে ৭০টি গৃহহীন পরিবার পেল আশ্রয়ন প্রকল্পের ঘর

তাড়াশে ৭০টি গৃহহীন পরিবার পেল আশ্রয়ন প্রকল্পের ঘর

সিরাজগঞ্জের তাড়াশে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৭০টি গৃহ ও জমির দলিল ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি।

রবিবার সকালে ভার্চুয়াল ওই অনুষ্ঠানে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিমের সভাপতিত্বে ২ পর্যায়ের উপকারভোগী ৭০ টি গৃহ ও জমির দলিলও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে ঘরের চাবি ও জমির দলিল ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, বীর মক্তিযোদ্ধা এস,এম আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, তালম ইউপি চেয়ারম্যান আব্বাসুজামান, বারুহাস চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা,মাগুড়াবিনোদ চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, সদর চেয়ারম্যান বাবুল শেখ, তাড়াশ থানার ওসি ফজলে আশিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকার নুর মামুন, প্রমুখ ।

আলোকিত সিরাজগঞ্জ