বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দোষীদের ৪ লক্ষ টাকা অর্থদণ্ড

এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দোষীদের ৪ লক্ষ টাকা অর্থদণ্ড

যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সিরাজগঞ্জের চৌহালীতে ৮ জনকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ দেন। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈন উদ্দিন জানান, এনায়েতপুর বেরিবাঁধ এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল, এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে সেখানে অভিযান চালানো হয়। 

এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত ৮ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় আটক ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: