শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ফেসবুকের মধ্যেমে মানবতার সেবায় পুলিশ সদস্য শামিম রেজা

ফেসবুকের মধ্যেমে মানবতার সেবায় পুলিশ সদস্য শামিম রেজা

রক্ত দিন জীবন বাঁচান, নেই কোনো হারাবার ভয়, নতুন প্রাণের সঞ্চয়। নিজের রক্ত বইছে অন্যের শিরা উপশিরায়। এইতো মানবতার পরিচয়। তায় যেন প্রামাণ করে দিল সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যলয়ের বিশেষ শাখার পুলিশ সদস্য শামিম রেজা। 

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের বিপদের সময় পাশে থাকাই যেন এই মানুষটার কাজ। তিনি ফেসবুকের পোস্টে দেয়ার  মধ্যেমে প্রতিনিয়ত গর্ভবতী মহিলা, দুর্ঘটনার শিকার, মুমূর্ষু রোগী, যাদের রক্তের প্রয়োজন তাদের কে বিনামূল্যে রক্ত  সংগ্রহ করে দিয়ে রোগীদের পাশে দাড়িয়ে জীবন বাঁচানোর চেষ্টা করে। 

তিনি নিজে ৭ বারের বেশি সময় রক্ত দিয়ে ও বিভিন্ন সংগঠন, বিভিন্ন পেশার মানুষের  সূত্র ধরে,  ১ বছর যাবৎ প্রায় ৫ শতাধিক মানুষকে রক্ত দিয়ে আসছেন। নিজের টাকা খরচ করে প্রতিনিয়ত করে যাচ্ছেন এমন মানবতার কাজ। 

ইতোমধ্যে তিনি  ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগ হতে সম্মাননা স্মারক  সহ বিভিন্ন রক্তদাতা সংগঠনের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন। 

তিনি বলেন, আমি যতদিন বেঁচে আছি এই ভাবে প্রতিনিয়ত মানবতার সেবায় সর্বদা কাজ করে যাবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, যেকোনো প্রয়োজনে স্বেচ্ছায় অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সাহায্য করার চেষ্টা করি, আমার মত যদি সকলেই এই ধরনের কাজের সাথে জড়িয়ে থাকে তাহলে হয়তো অনেক প্রান মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে।

এবং তিনি দেশবাসীর উদ্দেশ্য বলেন, বাংলার প্রতিটি ঘরে তৈরি হয়ে উঠুক স্বেচ্ছায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছায় রক্তাদান এর মত মহৎ কাজ। 

রোগীর স্বজনরা জানান, সমাজে এই রকম মানুষ থাকলে দেশ পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: