শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আজ মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী

আজ মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার(১৩ জুন)। গত বছর এই দিনে তিনি  চিকিৎসাধীন অবস্থায়  ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে গত বছরের ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরবর্তী সময়ে কভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এলেও স্ট্রোকজনিত জটিলতায় চিকিৎসকরা জরুরিভিত্তিতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করেন। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ডিপ কোমায় ছিলেন।

 মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও পরিবারের পক্ষ থেকে আজ সকালে বনানীতে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। নাসিমের নির্বাচনী আসন সিরাজগঞ্জ-১ কাজিপুরের এরপর বেলা ১১ টায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা আ.লীগ। উপস্থিত থাকবেন নাসিমপুত্র ও এই আসনের বর্তমান এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিকেলে সিরাজগঞ্জ মনসুর আলী মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: