রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পেট্রোল পাম্পকে লক্ষ টাকা অর্থদণ্ড

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পেট্রোল পাম্পকে লক্ষ টাকা অর্থদণ্ড

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৯ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশে অবস্থিত হাজী ফিলিং স্টেশনকে পেট্রোল, অকটেন ও ডিজেল তিনটা মেশিনেই পরিমাপে কম দেওয়ায় ১ লক্ষ টাকা এবং একই দিনে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়ায় অবস্থিত মিশাম ফিড মিলসকে পণ্যের লাইসেন্স না থাকা, ওজন পরিমাপ মানদন্ডে ভুল ও মোড়কজাত সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা সর্বমোট ১ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

অভিযানে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর  পরিদর্শক মো: শাহ আলম পলাশ খান, ফিল্ড অফিসার (সিএম) মোঃ সাখাওয়াত হোসেন এবং সিরাজগঞ্জ থানা ও সলঙ্গা থানা পুলিশ। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: