রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পূর্নিমাগাঁতী ইউনিয়নে বিনামূল্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

পূর্নিমাগাঁতী ইউনিয়নে বিনামূল্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসহায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়ন পরিষদ চত্বরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ৮৫ জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আল-আমীন সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন, পূনিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন ভুইয়া।

এ সময় চেয়ারম্যান আল-আমীন সরকার বলেন, পূনিমাগাঁতী ইউনিয়নে নারীর আত্ম-সামাজিক উন্নয়ন, শিক্ষিত বেকার নারী, যারা কোন কর্মের সাথে জড়িত নাই, তাদের জীবন উন্নয়ন ও বেকার মুক্ত করার লক্ষ্যে ২০২০-২০২১ অর্থ বছরের এডিপি ও এলজিএসপি-৩ অর্থায়ণে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: