রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চৌহালীতে বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

চৌহালীতে বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের।মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রবিবার সকালে (২৩ মে) উদ্বোধন করেন।

১টি বন্যা আশ্রয় কেন্দ্র, উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন।উপজেলা নির্বাহি অফিসার আফসানা ইয়াসমিন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া ৷

জানা যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের আগশিমুলিয়া দাখিল মাদ্রাসায়, এলাকায় বয়স্ক মানুষ, গর্ভবতী নারী, শিশু ও প্রতিবন্ধিতাবান্ধব ১টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এ আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ শত বিপদাপন্ন মানুষ এবং প্রায় ১শত গবাদিপশুর আশ্রয় গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস ঘোষণার সঙ্গে সঙ্গে মানুষ তাদের গবাদিপশুসহ এসব আশ্রয়কেন্দ্রে স্থানীয় প্রশাসনের সহায়তায় আশ্রয় নিতে পারবেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: