বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে ৪টি মন্দিরে উন্নয়নের লক্ষ্যে পৌর মেয়র তরু লোদীর অনুদান

শাহজাদপুরে ৪টি মন্দিরে উন্নয়নের লক্ষ্যে পৌর মেয়র তরু লোদীর অনুদান

শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী প্রথম পর্যায়ে পৌর এলাকার ৪টি মন্দির উন্নয়নের জন্য আর্থিক অনুদান বিতরণ করেন। শুক্রবার শাহজাদপুর পৌরসভা হলরুমে তার ব্যক্তিগত তহবিল থেকে পৌর এলাকার দ্বারিয়াপুর পাঁতিলহাটি কালিবাড়ি, মনিরামপুর শ্রী শ্রী কালিমাতা মন্দির স্বর্ণকারপট্টি, ঋষিপাড়া কালি মন্দির ও গৌর নিতাই মন্দিরে ১০হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুন্ডু, পৌরসভার হিসাব রক্ষক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, শ্মশাষ কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা, নিখিল কর্মকার, সন্তোষ কুমার সাহা, রামচন্দ্র সাহা মিলন, তুষার সাহা প্রমুখ। এ সময় মেয়র বলেন, পর্যায়ক্রমে পৌর এলাকার সকল মন্দির উন্নয়নের জন্য অনুদান বরাদ্দ করা হবে। এছাড়াও ইতিপূর্বে শাহজাদপুরের ২০টি মসজিদে ৫ লক্ষ ১৯ হাজার টাকা উন্নয়নের জন্য দেয়া হয়েছে। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করে যাব। উন্নয়ন করাই হবে আমার নির্বাচনী অঙ্গিকার।

আলোকিত সিরাজগঞ্জ