বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় ধান কাটার পর পরই অন্য ফসল চাষে ঝুঁকছে কৃষক

উল্লাপাড়ায় ধান কাটার পর পরই অন্য ফসল চাষে ঝুঁকছে কৃষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকেরা জমি থেকে ইরি বোরো ধান কাটার পর পরই পাট কিংবা আউশ ধানের আবাদ করছেন। অনেক মাঠে আগাম আবাদ করা ব্রি-২৮ সহ অন্যান্য জাতের ধান কাটা চলছে। কৃষকেরা জমি পতিত না রেখে ধান কাটার এক দু’দিন পরই পাট কিংবা আউশ জাত ব্রি- ৪৮ ধান আবাদ করছেন। উপজেলার নাগরৌহা মাঠে কৃষক আব্দুস সালাম বিঘা দু’’য়েক জমির ব্রি-২৮ ধান কেটেছেন। একদিন পরই জমিতে হালচাষ শেষে পাট বীজ বুনেছেন।

উপজেলা কৃষি বিভাগ থেকে জানানো হয়, এবারে গোটা উপজেলায় ১২শ হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত ক’দিন আগে কৃষি প্রণোদনায় ৬শ ৫০ জন কৃষককে বিনামূল্যে ব্রি-৪৮ আউশ ধান বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে। এছাড়া পাট বিভাগ থেকে ২২শ জন কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ