শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে আদিবাসী নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

রায়গঞ্জে আদিবাসী নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে সিরাজগঞ্জের রায়গঞ্জে সমতলে বসবাসকারী ক্ষুদ্র-নৃতাতিৃক গোষ্ঠী ভুক্ত আদিবাসী নারী শিক্ষার্থীদের মাঝে ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা শেষে ইউএনও কার্যালয়ের সামনে সমতলে বসবাসকারী ক্ষুদ্র-নৃতাতিৃক গোষ্ঠী ভুক্ত আদিবাসী নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন রায়গঞ্জ-তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুবীর কুমার দাস, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস, উপজেলা আ:লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ হ্্রদয়, ব্রহ্মগাছা ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার লিটন, নিমগাছী অনার্স কলেজের প্রভাষক ও উপজেলা আদিবাসী উরাও ফাউন্ডেশনের সভাপতি যোগেন্দ্র নাথ টপ্প, সিরাজগঞ্জ জেলা আদিবাসী বহুমূখী উন্নয়ন সংস্থার সভাপতি নির্মল কুমার মাহাতো,উপজেলা আদিবাসী বহুমূখী সমবায় সমিতি লি: সভাপতি প্রানেশ কুমার মাহাতো প্রমুখ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: