রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

তাড়াশে কমছে তালগাছ কমছে বাবুই পাখির বাসা

তাড়াশে কমছে তালগাছ কমছে বাবুই পাখির বাসা

তাড়াশে আশঙ্কাজনকহারে কমে গেছে তালগাছ। ফলে কমে গেছে বাবুই পাখির বাসা। আগের মতো আর চোখে পড়ে না বাবুই পাখি। সরেজমিনে উপজেলার পৌর এলাকার আসানবাড়ি গ্রামের একটি তালগাছে বাবুই পাখির দুটি বাসা দেখা যায়।

বাড়ির মালিক গোলাম মোস্তফা বলেন, এক সময় প্রতিটি বাড়িতেই তালগাছ ছিল। তখন গাছে গাছে অনেক বাবুই পাখি বাসা বাঁধতো। এখন পুরো গ্রামে আট থেকে দশটির বেশি তালগাছ নেই। এ প্রসঙ্গে তাড়াশ ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মর্জিনা ইসলাম বলেন, বাবুই পাখি টিকিয়ে রাখতে বেশি করে তালগাছ রোপণ করতে হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: