শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কামারখন্দে ভুট্টার ক্ষতিতে কৃষকদের চাপা কান্না

কামারখন্দে ভুট্টার ক্ষতিতে কৃষকদের চাপা কান্না

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চৈত্র-বৈশাখের ঝড় বর্ষণের ফলে ভুট্টার গাছ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। 

৫০ ডিসিমাল জমিতে কৃষি সম্প্রসারণের দেওয়া ভুট্টার বীজ লাগিয়ে ছিলেন উপজেলার বাড়াকান্দি গ্রামের সানোয়ার হোসেন (৬০) । ফলনের ও ভালো আশা করেছিলেন। আর কয়টা দিন পরেই প্রায় ৬০ মণ ভুট্টা ঘরে তুলতেন। যার মূল্য হতো প্রায় ৫০ হাজার টাকা।  গত দিনের ঝড়ে সব শেষ করে দিয়েছে এখন হতাশা ছাড়া কিছুই জোটেনি তাঁর কপালে।

ফারহাজ আলী (৬২) নামের আরেক কৃষক ৩০ ডিসিমাল জমিতে ভুট্টা বীজ লাগিয়ে ছিলেন,  ঝড়ে তার সব শেষ হয়ে গেছে। তিনি বলেন আমার এই ভ্যট্টা থেকে প্রায় ৩৫ হাজার লাভ হতো। কিন্তু ঝড় আমার সব শেষ করে দিয়েছে।  সরকারের কাছে ভুট্টার ক্ষতি পুরণ চাই তা না দিলে খুব বিপদে পড়বো।

এদিকে রহমত উল্লাহ, হবিবুর রহমানসহ এর মতো আরো অনেক  কৃষকের ভুট্টা নষ্ট হয়ে যাওয়ায় এখন চাপা দীর্ঘশ্বাস ফেলছেন।  সরকারকারী ভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ক্ষতি পূরণ দাবি তাদের।

কামারখন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, ১০০ হেক্টর জমিতে ভুট্টার লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছিলো। গত দিনের ঝড়ে  ৩ হেক্টর জমির ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করেছি এবং তাদেরকে আমরা সহযোগিতা করবো।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: