শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে রমজান উপলক্ষ্যে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু

শাহজাদপুরে রমজান উপলক্ষ্যে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু

এক সপ্তাহ পরে শুরু হচ্ছে রমজান। এই সময়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উত্তাপ বইছে। এ পরিস্থিতিতে টিসিবি গতকাল মঙ্গলবার থেকেই রমজান উপলক্ষে বাজারদরের চেয়ে কিছুটা কম দামে পণ্য বিক্রি শুরু করেছে।

এসব পণ্য কিনতে চৈত্রের খরতাপ সহ্য করে লম্বা লাইনে দাঁড়িয়ে পণ্য কিনেছেন অনেকে। স্বল্প মূল্যে পণ্য কিনতে এসে মানছেন না সামাজিক দূরত্বও। পণ্য কেনার প্রতিযোগিতায় করোনা ঝুঁকির তোয়াক্কাও করছেন না ক্রেতারা। পবিত্র রমজান মাসকে সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশের মতো সিরাজগঞ্জ শাহজাদপুরে ভর্তুকি মূল্যে পাঁচ পণ্য বিক্রি শুরু করেছে।

পাঁচ পণ্য হচ্ছে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও পেঁয়াজ। এদিন বিকাল তিনটা থেকে শাহজাদপুর উপজেলা চত্বরে পণ্য বিক্রি শুরু হয়। এবার প্রতি কেজি চিনির বিক্রয় মূল্য ধরা হয়েছে ৫৫ টাকা, মশুর ডাল ৫৫, সয়াবিন তেল ১০০, পেঁয়াজ ২০ ও ছোলা ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। পবিত্র রমজান শুরুর আগে ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের তালিকাতে খেজুরের নাম থাকলেও খেজুর না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা। এছাড়াও পেঁয়াজের মান নিম্ন হওয়ার কথাও জানান ক্রেতারা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: