শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কামারখন্দে কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনে মাঠে প্রশাসন

কামারখন্দে কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনে মাঠে প্রশাসন

ঘরের বাইরে মাস্ক পরি করোনা মুক্ত দেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে" সিরাজগঞ্জের কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর উপজেলার বিভিন্ন বাজার গুলো পরিদর্শন করেন এবং জনসাধারণকে নানা সচেতনতা মূলক বিষয় নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার (৬ এপ্রিল ) সকাল সাড়ে ১১টায় উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে চা এর দোকানে এক সাথে জনসমাগম, মাস্ক ছাড়া বাইরে কোথাও না যাওয়া, বিনা প্রয়োজনে কোথাও গুড়তে না যাওয়া,করোনা ভাইরাস থেকে নিজে বাঁচুন পরিবার কে বাঁচান।সেই সাথে সবাইকে সচেতন হতে হবে বলে জানান তিনি। কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহীনুর জানা,কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় আমার সবসময় সাধারণ মানুষকে সচেতন করছি।

বিনা কারণে কেউ যাতে বাই ঘোরাফেরা না করে সে দিকে পুলিশের কঠোর নজর ধারি রয়েছে। উল্লেখ্য দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী সাত দিনের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বর্ণিত নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: