শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

চৌহালীতে অবৈধ বালু তোলায় ২টি ড্রেজার পুড়িয়ে ধ্বংস

চৌহালীতে অবৈধ বালু তোলায় ২টি ড্রেজার পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দুইটি খননযন্ত্র (ড্রেজার) পুড়িয়ে দেয়া হয়েছে। রোববার দুপুরের দিকে জোতপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত এগুলো পুড়িয়ে ধ্বংস করেন। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট আফসানা ইয়াসমিন এই অভিযান পরিচালনা করেন। চৌহালীর ইউএনও আফসানা ইয়াসমিন জানান, যমুনা নদীর বিভিন্ন এলাকায় খননযন্ত্র দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে জোতপাড়া নৌকা ঘাট এলাকায় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে দুইটি খননযন্ত্র ও কিছু পাইপ জব্দ করা হয়। এসময় বালু উত্তোলনের সাথে জড়িতদের কাউকে আটক করা যায়নি।

তবে খননযন্ত্র ও পাইপ গুলি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় সরকারী কাজে বাঁধা দেয়া চেষ্টার দায়ে খাষকাউলিয়া ইউনিয়নের দক্ষিন জোতপাড়া মহল্লার আবদুল মতিনকে (৫০) এক হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে স্থানীয়রা জানান, চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন এলাকা থেকে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় বেশ কিছু দিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছিল। এই বালু উত্তোলনের ফলের বর্ষার সময় হুমকিতে পড়ে বিস্তৃর্ণ জনপদ। আর আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে অবৈধ বালু বিক্রয়ের সাথে জড়িতরা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: