শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বেলকুচিতে করোনায় কিন্ডার গার্টেন চালু রাখায় জরিমানা

বেলকুচিতে করোনায় কিন্ডার গার্টেন চালু রাখায় জরিমানা

করোনা সংক্রামন বিধি অমান্য করে কিন্ডার গার্টেন স্কুল চালু রাখায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শমেষপুরে মডেল কিন্ডার গার্টেনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুধু তাই নয় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঐ স্কুলটি পরিচালনা করতে পারবেনা বলে নির্দেশ দিয়েছে আদালত। রোববার ৪ এপ্রিল) দুপুরে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভুমি এস এম রবিন শীষ এর নেতৃত্বে চলা ভ্রাম্যমান আদালত এই অভিযান চালায়।

তিনি জানান, সরকারী ভাবে করোনার বিস্তার ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের শমেষপুর অবস্থিত মডেল কিন্ডার গার্টেন স্কুল চালু করে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা না করে ক্লাশ চলছিল। এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় স্কুলের পরিচাল ইউসুফ আলী পালিয়ে যায়।

তখন স্কুলের এক শিক্ষক শহিদুল ইসলামের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা ও স্কুলটি সরকারী নিষেধ তুলে না নেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: