শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কোভিড-১৯ প্রতিরোধে সোনাখাড়া ইউনিয়নে টিকাদান কর্মসূচী

কোভিড-১৯ প্রতিরোধে  সোনাখাড়া ইউনিয়নে টিকাদান কর্মসূচী

সিরাজগঞ্জের রায়গঞ্জে কোভিড- ১৯/ ২য় ধাপ সংক্রমন প্রতিরোধে সোনাখাড়া ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকাল ১০টা থেকে এ টিকাদান কর্মসূচি শুরু হয়ে মঙ্গলবার বিকেলে শেষ হয়।

সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপনের সভাপতিত্বে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিমুল ইহসান তৌহিদ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ চন্দন কুমার, রায়গঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক, ইউপি সদস্য দুলাল চন্দ্র প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান টিকাদানের মধ্য দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে টিকা গ্রহনে স্বতস্ফুর্ততা লক্ষিত হয়েছে। ইউনিয়নে ৫৫০শত জনকে টিকা প্রদান গত মঙ্গলবার সম্পূন্ন হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: